Prosthan | Lyrics | Shohortoli

Prosthan by Shohortoli

Prosthan by Shohortoli 

“তুমি আমাকে ভুলে যাবে, আমি ভাবতেই পারি না,
আমাকে মন থেকে মুছে ফেলে, 
তুমি আছো এই সংসারে, হাটছো বারান্দায়, 
মুখ দেখছ আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, 
দেখছো, দেখছো তোমার সিঁথি বেয়ে পেরিয়ে গেছে, 
অন্তহীন উদ্যানের পথ… 
দেখছো, তোমার হাতের তালুতে ঝলমলে জ্বলছে রুপালী স্বপন…”
.....
চলে যাওয়ার পথে, পিছু ফিরে দেখ আমাকে, 
আছো শুধু তুমি এই হৃদয়ে… 
ভালোবাসি শুধু তোমাকে, ভুল বুঝো না এই আমাকে, 
না পাওয়ার বেদনা কাঁদে নীরবে… 
স্বপ্ন হয়ে আছো, চিরকাল থেকো আমার ভালোবাসার ছোঁয়াতে.. 
আমার ভালোবাসার ছোঁয়াতে..
.....
“আমাকে, আমাকে মন থেকে মুছে ফেলে 
তুমি অস্তিত্বের দুহাতে ফোটাচ্ছ ফুল, 
আমি, আমি ভাবতেই পারি না, যখন ভাবি 
হঠাৎ একদিন, আমাকে ভুলে যেতে পারো, 
যেমন ভুলে গেছ, অনেক দিন আগে পড়া কোন উপন্যাস, 
তখন, তখন ভয়ে কালো কামিজ পরে হাজির হয়ে আমার সামনে, 
পায়চারী করে ঘন ঘন মগজের মেঝেতে…”
..... 
স্বপ্নীল সেই স্মৃতিতে, ফিরে আসার সেই আশাতে, 
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে...(x2)

স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেকো আমার ভালবাসার ছোঁয়াতে... 
আমার ভালবাসার ছোঁয়াতে...
..... 
“তখন, তখন একটা বুনো ঘোড়া ক্ষুরের আঘাতে ক্ষত-বিক্ষত করে আমাকে, 
আর আমার আর্তনাদ তখন ঘুরপাক খেতে খেতে অবসন্য হয়ে পরে নিশ্চুপ এক সময়, 
যেমন, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভুমিতে…”
..... 
নিশ্চুপ নিরবতা তোমার, হৃদয় যেন আমার, 
ভালোবেসে যেতে চায় শুধু তোমাকে...(x2)

স্বপ্ন হয়ে আছ, চিরকাল থেকো আমার ভালবাসার ছোঁয়াতে... 
আমার ভালবাসার ছোঁয়াতে...
.....
“বিদায় বেলায় সাজ-টাজ আমি মানি না, 
আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি-বিস্মৃতির প্রান্তর পেরিয়ে, 
শাড়ির ঢেউ তুলে, সব অশ্লীল চিৎকার, সব বর্বর বচসা স্তব্ধ করে ফিরে এসো তুমি, 
ফিরে এসো স্বপ্নের মত চিলেকোঠায়, 
মিশে যাও, মিশে যাও, হৃদস্পন্দনে আমার, হৃদস্পন্দনে আমার…”

Credits-:-

শিরোনামঃ প্রস্থান
ব্যান্ডঃ শহরতলী
কন্ঠঃ মিশু
আবৃতিঃ গালিব
অ্যালবামঃ বরাবর শহরতলী ।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.