কেন এলেনা আমার ঝরে আঁখি জল lyrics-Altamash Faridi

কেন এলেনা আমার ঝরে আঁখি জল 


কেন এলেনা আমার ঝরে আঁখি জল 

কেন এলে না
আমার ঝরে আখি জল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
আরে ও ভাই সুবল


আমি রাধারি কারনে
ঘুরি বনে বনে
কত ব্যথা আছে মোর হৃদয়েরও কোণে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল

শিশিরে কি ভিজে মাটি
বিনা বরিষণে
তপ্ত প্রাণ হয় কি শীতল
বিনা দর্শনে

আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল

ভাইরু আর ভৈরবি
কমবখ ললিজ পূরবী
ভাগেশ্রী ভূতলী মন
নেই তালে তালি
দরবারের ওই ওচাটনে
ধরণীতে হইলো শীতল


উতলা এই ব্রজধামে
নিজাম গাহে রাধা নাম
সে যদি হয় আমার সুবল
শূণ্য কেন আমার ধাম
আ আ আ আ।।।।।
আ আ আ আ আ আ আ

কইয়ো সুবল কানে কানে
তোমার শ্যাম হইলো দুর্বল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
কেন এলে না, আমার ঝরে আখি জল...

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.