Sokhi Bohe Gelo Bela | Lyrics | Tahmina Afrin

Sokhi Bohe Gelo Bela

Sokhi Bohe Gelo Bela | Tahmina Afrin

সখী, বহে গেল বেলা,
শুধু হাসিখেলা 
এ কি আর ভালো লাগে ।
সখী, বহে গেল বেলা,

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে ॥
সখী, বহে গেল বেলা,

কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন–
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন–
মধুর হুতাশে মধুর দহন নিতি-নব অনুরাগে ॥
সখী, বহে গেল বেলা,

তরল কোমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি,
সখী সে বিষাদনীরে, নিবে যাবে ধীরে
প্রখর চপল হাসি ।
সখী,তরল কোমল নয়নের জল ।
উদাস নিশ্বাস আকুলি উঠিবে,
আশানিরাশায় পরান টুটিবে–
উদাস নিশ্বাস আকুলি উঠিবে,
আশানিরাশায় পরান টুটিবে–
মরমের আলো কপোলে ফুটিবে শরম-অরুণরাগে
সখী, বহে গেল বেলা,
শুধু হাসিখেলা এ কি আর ভালো লাগে ।
সখী, বহে গেল বেলা ॥

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,
প্রাণে কেন নাহি জাগে ॥
সখী, বহে গেল বেলা,
/
\
Lyric and Tune : Rabindranath Tagore
Music Arrangement : Ajoy Mitra
Project Curator : Hassan Abidur Reja Jewel
Song : Sokhi Bohe Gelo Bela
Singer : Tahmina Afrin
Album : Eki Ar Valo Lage
Label : Laser Vision

1 comment:

  1. Baccarat - FBS - FEBCasino
    When you play with a deck of cards, you are dealt a hand of cards. The player may play หารายได้เสริม a hand of five febcasino cards, 인카지노 or a total of

    ReplyDelete

Theme images by Petrovich9. Powered by Blogger.